স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ফাইল ফটো
গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসভবনে তিনি গুলিবিদ্ধ হন। এসময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
আশঙ্কা জনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এমপি লিটনের স্ত্রী খুরশিদা জাহান স্মৃতি জানিয়েছে, লিটনের স্ত্রী বলেন, “বিকেলে লিটন নেতাকর্মীদের নিয়ে বাড়ির নীচতলায় বৈঠক করছিলেন। এ সময় ৩ যুবক মোটর সাইকেল নিয়ে বাড়ির সামনে এসে থামে। একজন মোটর সাইকেল স্টার্ট দিয়ে বসে থাকে। অপর দুইজনের মধ্যে একজন লিটনকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ৩ যুবকই হেলমেট পরা অবস্থায় ছিল।”
তিনি বলেন, “আজ সন্ধ্যা পৌনে ৬টায় গাইবান্ধায় নিজ বাসভবনে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন লিটন। এ সময় হেলমেট পরা অবস্থায় ৩ যুবক মোটর সাইকেল নিয়ে এসে তাকে ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।”
স্মৃতি জানান, লিটনের বুকের দুইদিকে ২টি গুলি ও একটি পায়ের উরুতে বিদ্ধ হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:২২ অপরাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.