বুধবার ২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২ আশ্বিন, ১৪৩০

হামীম ও সাইদুলের চেষ্টার কাছে দারিদ্রতার হার!

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭ | প্রিন্ট  

কৃষকের ঘরে জন্ম নেয়া মেধাবী সাইদুলের নিয়মিত পড়াশোনার মাধ্যমে দারিদ্রতাকে জয় করে জিপিএ ৫ পাওয়া ও ছোটবেলা থেকে পিতার অনুপস্থিতিতে নানার বাড়ীতে বেড়ে উঠা মায়ের হাড়ভাঙ্গা পরিশ্রমে জিপিএ-৫ পাওয়া অপর মেধাবী হামীমের স্বপ্নীল শিক্ষা জীবনের গল্প……
উভয় শিক্ষার্থীই বিগত কোন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ না পেয়েও কঠোর পরিশ্রমের মাধ্যমে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুলাউড়া উপজেলার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জিপিএ ৫ পায়।


হামীম আহমদ: বানিজ্য শাখায় চলতি বছরের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য দেখায়, তার বাবা মোঃ আব্দুল হক ও মাতা পপি বেগম। পৃথিমপাশা গ্রামে তার বাড়ি। হামিম নিয়মিত ৭/৮ ঘন্টা লেখাপড়া করত। সে ভবিষ্যতে ইংরেজী সাহিত্যে পড়তে ইচ্ছুক। তার এ ফলাফলের পিছনে এক প্রতিক্রিয়ায় সে জানায়, প্রথমে মহান আল্লাহ পাকের অশেষ মেহের বানীতে আমার মায়ের অত্যন্ত পরিশ্রম ও বাবার অনুপ্রেরণা এবং শিক্ষক মন্ডলী ও হযরত ফাতেমা (আঃ) সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান নবাব আলী হামিদ খান এর আর্থিক সহযোগিতায় আমার এই ফলাফলের অন্যতম কারণ।

সাইদুল ইসলাম: আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের বানিজ্য শাখা থেকে চলতি বছরের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করে। তার বাবা মোঃ রইছ উল্যা পেশায় একজন কৃষক ও মাতা জায়েদা খাতুন একজন গৃহিনী। তার বাড়ি পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে। ৬ ভাই ৪  বোনের মধ্যে সে অষ্টম। সে নিয়মিত ৫/৬ ঘন্টা লেখাপড়া করত। সে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায়। তার এ ফলাফলের পিছনে বাবা, মা, ভাইবোন, শিক্ষক মন্ডলী এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী চাচাতো ভাই জাহিদ হাসান সামাদ এর অনুপ্রেরণা রয়েছে বলে সে জানায়।


সংবাদমেইল২৪.কম/জেএইচজে

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত