স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৩ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় হাজিপুর ইউনিয়নের সাধনপুর উচ্চ বিদ্যালয় এবারের জেএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য করায় এবং আগামীতে আরো সাফল্যের লক্ষ্যে (০৩ জানুয়ারী) বুধবার বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক ও কমিটির সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান মবশ্বির আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন হাজিপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু,ইউপি সদস্য আব্দুল লতিফ চৌধুরী, হরিচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাইয়র মিয়া,মুক্তিযোদ্ধা লুকেশ চন্দ্র দাশ মুক্তি,সাবেক প্রধান শিক্ষক মনজ কান্তি দাস,ডা: নারায়ন চন্দ্র দাস,বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদ খান,বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,কাউকাপন বাজার সমিতির সাধারণ সম্পাদক মখলিছু রহমান,সমাজসেবক আব্দুল জব্বার,শাহিন মিয়া,আব্দুস শহিদ বেগ প্রমুখ। এসময় জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, গনমান্য দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের মতামতে বিদ্যালয়টি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেওয়া হয়।
Posted ৬:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.