
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
হাকালুকি হাওরের মাছ,হাস মড়কের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব শহীদুল ইসলাম চৌধুরী।
শুক্রবার দুপুরে ঘিলাছড়া জিরো পয়েন্টে এক সচেতনতা সভায় তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এ কার্যক্রম হচ্ছে, হাওরের পানিতে ক্ষতিকর এমোনিয়া প্রভাবে রোগাক্রান্ত মাছ, হাস ক্রয় বিক্রয় ও খাওয়া যাবে না। পানির এমোনিয়ার প্রভাব কাটানোর সব চেষ্টা করা হচ্ছে কিছু দিনের মধ্যে পরিবেশ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিন। হাওর বিলে কারেন্ট জাল, সুতার জাল, মশারী জাল দিয়ে মাছ না ধরতে অনুরোধ করে বলেন, এগুলো আইনত দন্ডনীয় অপরাধ। এসব থেকে বিরত থেকে কেউ এ কাজ করলে স্থানীয় প্রশাসন কে জানাতে বলেন।
তার উপস্থিতিতে রোগাক্রান্ত মাছ, হাস না খাওয়ার ব্যাপারে স্থানীয় মসজিদে মাইকিং করানো হয়।
সচেনতা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার হোসাইন মো হাই জাকি, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আনিসুর রহমান, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মো: মফজুল রহমান মজুমদার,ও স্থানীয়ারা। আলোচনা সভা শেষে তিনি পরিবেশ টাওয়ার পরিদর্শন করেন।
সংবাদমেইল২৪.কম/এইচ জেড/এন আই
Posted ৬:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.