
মোঃ এমদাদুল হক,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২০ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
পাক ভারত উপমহাদেশের খ্যাতনামা বুযুর্গ কুতবুল আউলিয়া হাদীয়ে যামান শাহ্ সুফী হযরত মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ)’র ৫৯ তম ইছালে ছওয়াব উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। (২০ নভেম্বর) সোমবার দুপুর ২টার দিকে কুলাউড়া আলালপুর আত্তর খান হাফিজিয়া মাদরাসায় ইন্তেজাম কমিটির এ পরামর্শ সভা অনুষ্টিত হয়। সভায় হযরত মাওলানা আল্লামা নজমউদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলীর সভাপতিত্বে হাফিজ মোঃ মহসিন খানের পরিচালনায বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,আছাব খান,ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ,হাফিজ আনসার উদ্দিন,মাওলানা লিয়াকত খান,মোঃ শওকত আলী,জসীম উদ্দিন আহমদ বাবুল, বদরুল ইসলাম খান, মাওলানা মুজিবুর রহমান চৌধুরী, আব্দুল ওয়াহিদ আবুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আল ইসলাহ ও তালামীযের নেতৃবৃন্দসহ এলাকাবাসী। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী
২০১৮ সালের ২৮ জানুয়ারী রবিবার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.