
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
হবিগঞ্জ: সদর উপজেলার রিচি গ্রামে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদবাকি গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিচি গ্রামের দিদার মাস্টার ও সমছু মিয়ার লোকজনের মধ্যে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.