
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার নবীগঞ্জে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ করছে এক লম্পট।
(১৯ নভেম্বর) শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় কামাল মিয়ার স্ত্রী তার শিশু কন্যাকে ঘরে রেখে পাশের বাড়িতে তার ছেলেকে খুঁজতে যান। এ সুযোগে প্রতিবেশী বাসিন্দা মোবাশ্বির মিয়ার ছেলে রুহেল মিয়া ঘরে প্রবেশ করে শিশু কন্যাকে ধর্ষণ করে। শিশুর চিৎকার শুনে তার মা দৌড়ে এসে লম্পটকে হাতেনাতে ধরে ফেলেন। এসময় রুহেল শিশুর মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশু কন্যাকে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১২টায় আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর থেকে রুহেল পলাতক রয়েছে।
এ ঘটনার পরে রুহেলের চাচা মোশাহিদ মিয়া বিষয়টি কাউকে না জানাতে ধর্ষিতার পিতা কামাল মিয়াকে চাপ সৃষ্টি করে আসছেন।
ধর্ষিত শিশুর মা হবিগঞ্জ সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ৮টার সময় তার শিশু কন্যাকে একা ঘুমে রেখে পাশের বাড়িতে চলে যান তিনি। এ সুযোগে একই গ্রামের রুহেল তাকে ধর্ষণ করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১০:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.