
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামে জলমহাল নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
(০২ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত শাহিদ মিয়া (৪০), মহিবুর রহমান (২৫), কাইয়ুম মিয়া (৩০) ও জুবেল মিয়াকে (১৫) টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে আলামিন মিয়া (২৫), মিরাশী বেগম (৩৫), আহম্মদ মিয়া (২২), আশুক মিয়া (৩০), আব্দুল সামাদ (২২), কাইয়ুম মিয়া (২৫), সাহিদ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৫), রওশন মিয়া (৪৫),রুবেল মিয়া (১২), মহিবুর রহমান (২০), লিয়াকত (৩০), আলফিনা বেগম (১৬), আরব আলী (৩৫) ও জুয়েল চৌধুরীকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রহমপুর গ্রামের মস্তু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের মেম্বার আলী রহমানের জলমহাল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষে নারী শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.