
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় অজ্ঞাত নামা এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় মহাসড়কের নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাস্তা অতিক্রম করছিলেন ওই বৃদ্ধ। এসময় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/জেসি/এনএস
Posted ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.