হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার বানিয়াচঙ্গে টমটম উল্টে সেবুল মিয়া (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।
(১৩ জানুয়ারি) শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে নতুনবাজার-বড়বাজার রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেবুল উপজেলা সদরের মোকামহাটির মৃত আজহার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সেবুল মিয়া তার টমটমে মালামাল নিয়ে বড়বাজার থেকে নতুনবাজার যাচ্ছিলেন। পথে স্কুলের সামনে জিপ গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যান। পরে টমটমের নিচ থেকে সেবুলকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, জেলার চুনারুঘাটের নালূয়া চা বাগানে ট্রাক্টর চাপায় রাকেশ কর্মকার (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে চা বাগানের ধরমনাথ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকেশ ধরমনাথ এলাকার প্রদীপ কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বাশার বাবুর বাসার সামনে একই এলাকার অশুক মুন্ডারের ছেলে সুবাস মুন্ডা (ট্রাক্টরের হেলপার) চা বাগানের নিজস্ব ট্রাক্টর দিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এনিয়ে চা শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উভয় দুর্ঘটনার বিষয়টিই নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.