
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার মাধবপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
(২৫ ডিসেম্বর) রোববার বিকেলে উপজেলার মনতলা বাজারের একটি টয়লেটের ভেতর এগুলো পাওয়া যায়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ মনতলা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় শাহ আলমের দোকানের পেছনের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পাইপগানগুলো পাওয়া যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে এবং তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সংবাদমেইল২৪.কম/জেসি/এনএস
Posted ৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.