
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত লুলু মিয়া ওরফে সেলিম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।
(২৫ নভেম্বর) শুক্রবার ভোরে জেলার হরিপুরের খোয়াই নদীর স্লুইচ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় ডাকাতদের হামলায় এস আইসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত এসআই আব্দুল্লাহ আল জাহিদ, রাকিবুল হাসান ও কনস্টেবল ইয়াসিরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে হরিপুরের স্লুইচ গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। এসময় ডাকাত লুলু মিয়াকে পাইপগান ও ডাকাতির সরঞ্জামসহ আটক করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক ডাকাত আটকের বিষয়টিরর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ডাকাত লুলু মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার ৭টি থানায় অনেকগুলো মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.