
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
জেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নিহত দুই অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ পৃথক দুই জায়গা থেকে লাশ দুটি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, মাধবপুরের নোয়াপাড়া-শাহজীবাজার স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করা হয়। আর পুরুষের (৩৩) লাশটি পাওয়া যায় ইটাখোলা-তেলিয়াপাড়া স্টেশনের মাঝামাঝি এলাকায়।
ওমর ফারুক আরো জানান, দুপুর দেড়টার দিকে লাশ দুটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুজন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।”
সংবাদমেইল২৪.কম/এসএ/এমএস
Posted ৪:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.