
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার সদর উপজেলার শায়েস্তাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন চারজন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলে মাইক্রোবাস চালক আল আমিন (২৭) ও ঝালুকাঠি জেলার গৌতম (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে একটি মাইক্রোবাসযোগে সিলেট মাজারে যাচ্ছিলেন হতাহতরা। পথে উলুকান্দি এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মৃতদের লাশ ও আহতদের উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, “মৃতদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়েছে।”
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.