
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলায় টমটম উল্টে শাহেদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
(২৪ ডিসেম্বর) শনিবার সকাল ৯টায় শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শাহেদ আলী জেলার বানিয়াচংয় উপজেলার মকরমপুর গ্রামের আতাহার আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শাহেদ আলী শুক্রবার তার শ্বশুরবাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জগৎপুরে বেড়াতে যান। শনিবার সকালে পাইকপাড়া বাজার থেকে রড, সিমেন্ট ও টিন কিনে একটি টমটমে করে বাড়ির ফিরছিলেন। নতুন বাস টার্মিনাল এলাকার কাছাকাছি এলে একটি গর্তে পড়ে উল্টে যায় টমটমটি। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/এমএস/এনএস
Posted ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.