
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার মাধবপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বশুর কামাল মিয়াকে (৪৭) খুন করেছেন জামাই সাজু মিয়া (৩২)। এসময় গুরুতর জখম হয়েছেন শাশুড়িসহ চারজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার ভোর রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল মিয়া রতনপুর গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। আর ঘাতক সাজু শায়েস্তাগঞ্জ থানার সুতাং গ্রামের মস্তু মিয়ার ছেলে।
আহতরা হলেন- কামাল মিয়ার স্ত্রী ছায়েরা খাতুন (৪৩), মেয়ে নুরজাহান (২৫), নেক জাহান (১৮) ও ভাগিনা স্বপন মিয়া (১৯)। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে সাজু মিয়ার সঙ্গে বিয়ে হয় কামাল মিয়ার মেয়ে নুরজাহানের। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে উভয় পরিবারের চেষ্টায় সম্পর্ক আবারও জোড়া লাগে।
সম্প্রতি দাম্পত্য কলহে নুরজাহান বাবার বাড়িতে চলে আসেন। শনিবার ভোর রাতে সহযোগীদের নিয়ে সাজু শ্বশুর বাড়ি এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর কামাল মিয়াকে কোপাতে থাকেন। এসময় বাধা দিতে গেলে কামাল মিয়ার স্ত্রী ছায়েরা খাতুন, মেয়ে নুরজাহান, নেক জাহান ও ভাগিনা স্বপন মিয়াকেও কুপিয়ে জখম করেন সাজু।
আহতদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে সাজু মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক কামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। আর বাকিদের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সাজু মিয়াকে আটকের চেষ্টা চলছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.