
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেদ মিয়া (৩৫) ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, বাঘমারা গ্রামের সুরুজ আলীর সঙ্গে প্রতিবেশী বনগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মন্নানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে আব্দুল মন্নানের নেতৃত্বে একদল লোক সুরুজ আলীর বাড়িতে হামলা চালায়। এসময় দুই ছেলেকে নিয়ে সুরুজ আলী হামলাকারীদের বাধা দিলে ঘটনাস্থলেই তার এক ছেলে সাহেদ মারা যান।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.