
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: নবীগঞ্জে অনুপ দাশ (১৩) নামের কিশোর নিখোঁজের ৪ দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের মৃত অন্তু দাশের কিশোর ছেলে সে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(৪ ডিসেম্বর) রবিবার বিকালে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুপ দাশ গত ৩০ নভেম্বর রাতে হলিমপুর বাজারস্থ নিজ দোকান থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করার সময় হলিমপুর গ্রামের ভূষণ দাশের দোকানের উত্তর-পূর্ব পাশের খালে কিশোর অনুপ দাশের সাথে থাকা ব্যবহৃত চাদর ও জুতা পান। এঘটনায় ০১ ডিসেম্বর নিখোঁজ কিশোরের মা উষা রানী দাশ নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী নং-৪৪ দায়ের করেন।
রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দেহে হলিমপুর গ্রামের ধনাই দাশের ছেলে দিপংকর দাশকে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. আব্দুল বাতেন খানের নেতৃত্বে একদল পুলিশ হলিমপুর বাজার থেকে গ্রেপ্তার করে। এ সময় তার স্বীকারোক্তি মতে পুলিশ একই গ্রামের জ্যোতিময় দাশের বাড়ির স্যানেটারী রিং টয়লেটের ভিতর থেকে অনুপ দাশের মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় লোকদের সাথে কথা বলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/এজে/এনএস
Posted ৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.