হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার লাখাইয়ে ব্যটারি চালিত ইজিবাইক (টমটম) খাদে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
(২২ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।
নিহত আমান উল্লাহ (১৮) উপজেলার ভাদিকারা গ্রামের ইদ্রিস উল্লাহর ছেলে এবং মুক্তিযোদ্ধা কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার বামৈ এলাকায় সেতুর কাছে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.