
হবিগঞ্জ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত শিশু তানভীরকে (৭) কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।
(০৭ নভেম্বর) সোমবার মধ্যরাতে কিশোরগঞ্জ সদরের আঞ্জুমান আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মাধবপুর উপজেলার কুটানিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোশাহিদ (২২) ও তার সহযোগী আমির উদ্দিন (৩৬) ও জাফর ইকবাল (২৫)।
(০৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসপি জয়দেব কুমার ভদ্র।
তিনি জানান, গত ৫ নভেম্বর সকাল ১০টার দিকে পৌর এলাকার মুরাদপুর গ্রামের মাছুম মিয়ার ছেলে ব্লু বার্ড কিন্ডার গার্টেনের নার্সারির শিক্ষার্থী তানভীরকে (৭) অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে শিশুর বাবা মাধবপুর থানায় মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তানভীরকে উদ্ধারে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান চালায় মাধবপুর থানা পুলিশ। মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে রাতে কিশোরগঞ্জ সদরের ‘আঞ্জুমান আবাসিক হোটেলে’র একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের মূল পরিকল্পনাকারীসহ তিন জনকে আটক করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৭:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.