বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩১

কুলাউড়ায় দরিদ্র শীতার্তদের পাশে মেরিনা ইয়াসমিন

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

কুলাউড়ায় দরিদ্র শীতার্তদের পাশে মেরিনা ইয়াসমিন

ফটো: শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মেরিনা ইয়াসমিন

মৌলভীবাজারের কুলাউড়ায় হত-দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যতম নারী উদ্যোক্তা মেরিনা ইয়াসমিন চৌধুরী।


(২১ জানুয়ারী) শনিবার দুপুর ১২ টায় পৌরশহরের  রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে জাতিসংঘের ৭০তম অধিবেশনে শিশু প্রতিনিধি হিসাবে অংশ নেওয়া মনি বেগমের সভাপতিত্বে  সঞ্চয়িতা সেনগুপ্তা দোলা ও লুবাবুল ইসলামের যৌথ পরিচালনায় প্রাইম ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর নারী উদ্যোক্তা মেরিনা ইয়াসমিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দক্ষতা অর্জন ছাড়া সমাজের উন্নতি করা সম্ভব না।এ জন্য সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ ও নিষ্ঠার সাথে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত রাখলে দেশের দরিদ্রতা হার অনেকটাই কমে যাবে।


বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এর সহধর্মিনী মিসেস আমিনা খানম, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম,ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ আহমেদ,কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান ও কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি।

অনুষ্ঠানের শুরুতেই তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও গীতাপাঠ করেন চুমকী চন্দ।


শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী,সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ,জয়িতা গীতা দেবরায়।

উল্লেখ্য, কুলাউড়ার কৃতি সন্তান দেশের  খ্যাতনামা ব্যবসায়ি ও শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী প্রাইম ব্যাংক লিমিটেডের স্পন্সর ডাইরেক্টর মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:১৯ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত