
মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | প্রিন্ট
সড়ক দুর্ঘটনারোধে ব্যক্তি উদ্যোগে এক ব্যতিক্রমী কাজ করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহের হোসেন জাকির।
সম্প্রতি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ী চালকদের সতর্ক করে বিলবোর্ড লাগিয়েছেন তিনি। ছাত্রলীগ নেতার এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহল থেকে।
শহর ঘুরে দেখা যায়, সরকারি স্কুল, কাশীনাথ স্কুল এন্ড কলেজ, বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দি ফ্লাওয়ার’স কেজি এন্ড হাই স্কুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনসহ ৪০/৫০টি স্থানে ‘ধীরে চলুন সামনে স্কুল’ ‘সামনে মাদরাসা’ ‘সামনে কলেজ’ ‘সামনে মসজিদ’ এরকম নানা স্লোগানের বিলবোর্ড লাগানো হয়েছে। বিলবোর্ডে নিচে নাম রয়েছে ছাত্রলীগ নেতা মেহের হোসেন জাকিরের।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহের হোসেন জাকির বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমি এসব কাজ করেছি। সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে। আগামীতেও সামাজিক কার্যক্রমে নিজেকে নিবেদিন করার চেষ্ঠা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
Posted ৭:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.