
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার উদ্দেশ্যেই খুনিরা ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘১৫ আগস্টের ঘটনা ছিল মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের প্রতিশোধ গ্রহণ। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি যেন উঠে দাঁড়াতে না পারে, বঙ্গবন্ধুকে হত্যার পর যেন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন এগিয়ে যেতে না পারে, আওয়ামী লীগ যেন কখনোই ক্ষমতায় আসতে না পারে, সে লক্ষ্য নিয়েই ৩ নভেম্বরের হত্যাকাণ্ড।’
(০৩ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডে খুনি মোশতাকের সঙ্গে জিয়াও যে জড়িত ছিলেন, তাতে কোনও সন্দেহ নেই। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার ঘটনায় মোশতাকের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন।’ তিনি বলেন, ‘খুনিরা নিজের মুখে স্বীকার করেছিলেন, তারা বলেছিল জিয়ার সঙ্গে তাদের যোগাযোগ ছিল। জিয়াকে তারা ইশারা দিয়েছিলেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘খুনি মোশতাক বেঈমানি করেছিলেন। তিনি ছিলেন আরেকজন মীর জাফর। মোশতাক ক্ষমতা দখল করে সেনা প্রধান করলেন জিয়াউর রহমানকে।’ তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর ক্ষমতায় এসেছেন কারা, যারা মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দালালি করেছিলেন। যারা আলবদর, রাজাকার বাহিনী গঠন করে পাক হানাদারদের সহায়তা করেছিলেন, তারা।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সদস্য সিমিন হোসেন রিমি প্রমুখ।
সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ১১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.