
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ | প্রিন্ট
সিলেট সেন্ট্রাল উইমেনস কলেজের অধ্যক্ষ বিশিষ্ট কবি ও সাহিত্যিক কালাম আজাদ বলেছেন, আমাদের জীবনের লক্ষ্য প্রেসিডেন্ট হওয়া নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি হওয়া নয়। আমাদের জীবনের লক্ষ্য একজন সম্মানিত মানুষ হওয়া। ‘জবংঢ়বপঃ ধহফ ইব ৎবংঢ়বপঃবফ’ সম্মান দাও, সম্মানিত হয়ে যাও। সম্মানিত হতে হলে আগে সম্মান দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে আরও বলেন, তোমরা স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে আমরা যারা অতিথি হিসেবে রয়েছি, আমাদের চেয়েও বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। সফল হতে হলে পড়তে হবে। শিক্ষার্থীদের জীবনে পড়ালেখার বিকল্প নেই।
তিনি ২৫ জুন মঙ্গলবার ভাটেরা রাজমহল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ভাটেরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলি বলেন।
ইউনিয়ন তালামীযের সভাপতি মোঃ নাঈম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান ও সহ সাধারণ সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, মদন মোহন কলেজের প্রভাষক মুরাদ আলম চৌধুরী, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সহ সভাপতি কামাল হোসাইন নাজিম, মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক শেখ এম এ কাদের আল হাসান, আনজুমানে আল ইসলাহ কাতার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাফিজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম, কাতার দোহা মহানগর শাখার সহ সভাপতি রাশেদ আহমদ সিদ্দিকী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রচার সম্পাদক সাইফুল্লাহ তালুকদার লকুছ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী,কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হাসান শাকিল, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ অলিউর রহমান, সহ সভাপতি মাওলানা সদর উদ্দীন সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকী।
ইউনিয়ন তালামীযের সদস্য হাফিজ শফিকুর রহমানের কোরআন তেলাওয়াত ও তাকদিরুল ইসলামের ইসলামী সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ জুয়েল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন তালামীযের সহ সভাপতি হাফিজ বাবলু আহমদ,ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা শাখার সভাপতি তাজ উদ্দিন, ঘিলাছড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ হুমাইদী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বরমচাল ইউনিয়ন শাখার সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাহেল আলী চৌধুরী, ইউনিয়ন শাখার দায়িত্বশীল সহ সাধারণ সম্পাদক সাজু আহমদ , সহ সাংগঠনিক সম্পাদক মুরশেদ আহমদ, সাঈদ আহমদ সিদ্দিকী,প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন সেজু,ভাটেরা কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন শাখার দায়িত্বশীল
মুজিবুর রহমান,সেজিম হোসেন,মইনুল ইসলাম সিদ্দিকী,হাফিজ কাওছার,এমরান উদ্দিন চৌধুরী,তারেক হাসান মুন্না,আব্দুল লতিফ প্রমুখ।
Posted ৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.