স্পেন সংবাদদাতা: | শনিবার, ০২ অক্টোবর ২০২১ | প্রিন্ট
স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) মাদ্রিদ শহরের অদূরে পিকনিক স্পট কাসালেগাসে এ বনভোজনের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি হেমায়েত খানের তত্ত্বাবধায়নে এবং সাধারণ সম্পাদক তোতা কাজীর পরিচালনায় বনভোজন পরিচালিত হয়। নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলার ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাজানো ছিল পুরো কর্মসূচি।
বনভোজনে কমিউনিটির উল্লেখযোগ্যে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ রিজভী আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ-সভাপতি আলামীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম সোহেল ভূঁইয়া,স্পেন আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিদার, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সহ সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক খসরু হাসান, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রুবেল সামাদ, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ব্যাবসায়ী সিদরাতুল মুস্তাকিম সায়ীদ, নিজাম উদ্দিন, আব্দুল আউয়াল, হাসান আল মামুন, বিকাশ চক্রবর্তী, স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের পরিচালক হানিফ মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রবাসের শত ব্যস্ততার মাঝে এই উৎসব সবার জীবনে নিয়ে আসে নতুন করে পথচলার উদ্দীপনা। নতুন করে ভালোবাসতে শেখায় দেশকে এবং দেশীয় সংস্কৃতিকে।
Posted ১২:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০২ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.