
বিশেষ প্রতিনিধিঃ | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
(০১ জুলাই) বৃহস্পতিবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিবকে পুনরায় আহ্বায়ক করে বিএনপির কেন্দ্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
পুনরায় আহ্বায়কের দায়িত্ব পেয়ে আহমেদ আলী মুকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর উপর যে আস্থা এবং ভরসা রেখেছেন তিনি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বিএনপিকে অতীতের ন্যায় ভবিষ্যতেও আরো গতিশীল ও সুসংগঠিত করে সবাইকে নিয়ে কাজ করে যাবেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মধ্যপ্রাচ্যের ২২টি দেশে বিএনপিকে ঢেলে সাজাতে এর আগে ১৩ ফেব্রুয়ারি ২০২০ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ দিনের ত্যাগের মূল্যায়ণ হিসেবে মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদ বাহরাইন এবং বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার পক্ষ থেকে নবগঠিত কমিটির আহবায়ক এবং সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদ বাহরাইনের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান জুয়েল। সাধারণ সম্পাদক সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্যপরিষদ বাহরাইন ও সাংগঠনিক সম্পাদক (বাহরাইন) বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা।
Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.