
সংবাদমেইল ডেস্ক : | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ | প্রিন্ট
সৌদি আরবের রিয়াদের আল খারিজ শহরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন মাদারীপুর জেলার শিবচরের জসিম উদ্দিন ঢালী ও কুষ্টিয়ার জেলার বাসিন্দা অরুণ।
জসিমের পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদিতে যান মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের মৃত ছলিম উদ্দিন ঢালীর ছেলে জসিম উদ্দিন। প্রবাসে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। শনিবার সকালে জসিমসহ কয়েকজন কাজে গেলে সৌদির রিয়াদের আল খারিজ শহরের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই জসিম ও কুষ্টিয়ার অরুণের মৃত্যু হয়।
Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.