৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার অনুমতি চেয়েছে বিএনপি। তবে সেখানে অনুমতি না পেলে বিকল্প জায়গার অনুমতি চাইবে বিএনপি।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আশা করি, সরকার গণতন্ত্রের বিষয়ে শ্রদ্ধা রেখে অনুমতি দেবে। আগে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালিত হতো। এখন সরকার বাধা দিচ্ছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে তারা এমনটি করতো না। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ৭ নভেম্বর সম্মেলনে বাধা দেবে না।