
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনার ও অনান্য কমিশনাররা সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদ হাসান।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি রাতে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি। এতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.