
মোঃ নাজমুল ইসলাম,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল মুযাদ্দিদে যামান আল্লামা ফুলতলী (রহ.)’র ঐতিহাসিক ইছালে ছওয়াব মাহফিল আগামী ১৫ই জানুয়ারী সোমবার জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ীতে অনুষ্ঠিত হবে।
মাহফিলে দেশ-বিদেশের উলামায়ে কিরাম, শিক্ষাবিদ,রাজনীতিবিদ,ইসলামী চিন্তাবিদসহ আল্লামা ফুলতলীর লাখো ভক্ত মুরিদের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারো যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,ভারত, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আল্লামা ফুলতলীর লক্ষ লক্ষ মুরিদানগণ প্রীয় মুর্শিদের রুহানি ফয়েজ হাছিলের জন্য ঐতিহাসিক বালাই হাওর ময়দানে মোবারক এই মাহফিলে সমবেত হবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন,ফুলতলী (রহ.)’র বড় ছাহেব ক্বিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী।
এ মোবারক মাহফিল সফলের লক্ষে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর হাতে গড়া সংগঠন আল ইসলাহ্,তালামীযে ইসলামিয়া,স্থানীয় এলাকাবাসী, ভক্ত ও মুরিদানসহ বিভিন্ন মহলের তরফ থেকে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চলছে।
জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ির পার্শ্ববর্তী বালাই হাওরে বিশাল প্যান্ডাল তৈরীর কাজ এখন পুরোদমে চলছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঈসালে সাওয়াব মাহফিলের যানবাহন নিয়ন্ত্রণ,অস্থায়ী বাজার নিয়ন্ত্রণ, শিরণীর স্থান,স্টেইজের জন্য উল্লেখযোগ্য পরিমাণের সেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন।
সংবাদমেইল২৪.কম/এমএনআই-
Posted ২:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.