রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১

সেই মান্নাকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

সেই মান্নাকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুর ১২টার দিকে মিরপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মসূচি শেষ করে তিনি সরাসরি হাসপাতালে যান।


সেখানে উপস্থিত দুজন নেতা বলেন, “ওবায়দুল কাদের হাসপাতালের কেবিনে পৌঁছলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান মান্না। এ সময় মান্নাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাদের। ওবায়দুল কাদের প্রথমেই মান্নার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন করে তার দিকে নজর দেয়ার কথা বলেন। দুজন প্রায় ৩০ মিনিট বিভিন্ন বিষয়ে কথা বলেন। স্মৃতিচারণ করেন ছাত্র জীবনের বিভিন্ন বিষয় নিয়ে।”

পরে বের হয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি। রাজনীতির বাইরেও একটা সম্পর্ক থাকে। গতকালই আসতে চেয়েছি। কিন্তু নারায়ণগঞ্জের নির্বাচনের কারণে পারিনি।’


তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি মান্নার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে এসেছেন।

গত ১৮ ডিসেম্বর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জামিনে মুক্তি পান। সেদিন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।


প্রসঙ্গত, আশির দশকে জাসদ ছাত্রলীগের তুখোড় ছাত্র নেতা মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে পর পর দুবার ছাত্রলীগের নেতা ওবায়দুল কাদেরকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) হয়েছিলেন। পেয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগের পদ হারালে তিনি নাগরিক ঐক্য নামে নতুন দল গঠন করেন।

সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস

 

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৮:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত