
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ব্যাপক আলোচিত প্রার্থী সুহেল আহমদ মাত্র এক ভোট পেয়ে ২১ ভোটে পরাজিত হয়ে মহান আল্লাহর কাছে হাত তুলে অঝুরে কেঁদে কেঁদে শুকরীয়া আদায় করেছেন।
তিনি এক প্রতিক্রীয়ায় ‘সংবাদমেইলকে’ বলেন, বিপুল সংখ্যক জনপ্রতিনিধির আশ্বাস পেয়ে এবারের জেলা পরিষদ নির্বাচনে অনেক আশা করে প্রার্থী হয়ে ছিলাম। সংশ্লিষ্ট ওয়ার্ডের অনেক সম্মানিত সদস্যরা অর্থনৈতিক ভাবেও সহযোগিতা করেছেন। কিন্তু আমার জীবনে এ রকম দাগ লাগবে তা ভাবতেও পারিনি বলে হাউ-মাউ করে কেঁদে বলেন, জনপ্রতিনিধি কি,টাকার এতো দাম উফ-উফ আর বলবো কি?
‘পাশাপাশি তিনি আরো বলেন, সৎ ও নিষ্ঠার সাথে এলাকার স্বার্থে সব সময় উন্নয়নমূলক কাজে মাঠে থাকবেন। এই নির্বাচনে আরো হ্যাভিওয়েট প্রার্থীদের বেলায়ও একই ঘটনা ঘটেছে’। তবে কোন একদিন তাঁর জয় হবে বলে আশাবাদি।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বুধবার জেলা পরিষদ নির্বাচনে ০৬নং ওয়ার্ডে মোঃ আব্দুল মানিক গিটার প্রতীকে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর সাথে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দিতা করে ২১ ভোটে পরাজিত হন আলোচিত প্রার্থী সুহেল আহমদ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.