স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: নিউজিল্যান্ড সফরের প্রথম থেকেই ইনজুরি বাংলাদেশের সঙ্গী। প্রতি ম্যাচেই প্রায় চোট পাচ্ছেন কেউ না কেউ। প্রথম টেস্টে তো চোটের মিছিল। যার কারণে দ্বিতীয় টেস্টে আনা হয়েছে বেশকটি পরিবর্তন।
শুক্রবার ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষ হয়েছে ইতোমধ্যে। বাংলাদেশের সংগ্রহ সবকটি উইকেট হারিয়ে ২৮৯ রান। এদিনও চোটের শিকার হয়েছেন পেসার রুবেল হোসেন।
৮৪তম ওভারের পঞ্চম বল। বোলার ট্রেন্ট বোল্ট। হঠাৎই লাফিয়ে ওঠা বলটি ডিফেন্স করতে যান রুবেল হোসেন। বল এসে লাগে তার ডান হাতের কনুইতে। সঙ্গে সঙ্গে কনুই ধরে বসে পড়েন রুবেল।
দ্রুতই ব্যথানাশক স্প্রে দিয়ে কোনোমতে সুস্থ করে তোলা হয় তাকে। এরপর আবার ব্যাট করতে শুরু করেন তিনি। এরপর অবশ্য খেলাই হয়েছে চারটি বল। ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন রুবেল হোসেন।
দিন শেষে রুবেলকে নিয়ে শঙ্কা। দ্বিতীয় দিনে বোলিং করতে পারবেন তো তিনি। তবে আশার কথা হলো, সুস্থ আছেন রুবেল হোসেন। এক্সরে করানো হয়েছে। যেখানে তেমন কিছুই ধরা পড়েনি। দলীয় সূত্র জানিয়েছে, দ্বিতীয় দিন বল করতে কোনো সমস্যা হবে না তার।
দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সৌম্য সরকার। রুবেল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওই সময়ে ড্রেসিংরুমে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। কারণ দলে তিনজন মাত্র পেস বোলার। এর একজন যদি চোটের শিকার হন তাহলেতো সর্বনাশ। কিন্তু তিনি যেহেতু আবার উঠে দাঁড়িয়ে ব্যাট করেছেন, আশা করি তার সমস্যা বড় কিছু না।’
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.