
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সুলভ ভ্রমণের একটি অ্যাপ ‘উবার’। বিশ্বে প্রতিদিন গড়ে ৫০ লাখেরও বেশিবার উবার ব্যবহার করে লোকজন। মোট ৭৪টি দেশের ৪৫০টি শহরে এ সুবিধা রয়েছে।
স্মার্টফোনভিত্তিক পরিবহণ সেবার এই অ্যাপ ‘উবার’ বাংলাদেশেও যাত্রা শুরু করছে। শীর্ষ স্থানীয় টেলিকম কোম্পানি গ্রামীণফোন ঢাকায় এ পরিবহণ সেবার অন্যতম অংশীদার।
(২২ নভেম্বর) মঙ্গলবার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অ্যাপটির উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, “উবার বাংলাদেশের অর্থনীতিতে একটি অভাবনীয় সম্ভাবনার সূচনা ঘটাবে। স্মার্ট শহরগুলো ডিজিটাল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। ঢাকায় উবার এর যাত্রা আমাদের এই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি সত্যিই আনন্দিত। পাশাপাশি মাত্র একটি বাটন চেপেই উবার আমাদের দৈনন্দিন পরিবহণ ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে।”
উবারের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অমিত জেইন বলেন, “উবার খুব সাধারণ একটি লক্ষ্য নিয়ে তার যাত্রা শুরু করে, যা হলো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শহরগুলোতে যানজট এবং দূষণ কমাবার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করে তোলা। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির শক্তিকে চালক, যাত্রী এবং শহরের সুবিধার্থে কাজে লাগাবার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।”
গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের সঙ্গে উবারের পার্টনারশিপ আমাদের গ্রাহকদের জন্য উবারের উদ্ভাবনী সেবা গ্রহণকে আরও সহজ করে তুলবে। আমাদের বিশ্বাস এ পার্টনারশিপ আমাদের গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলে একটি অন্যতম সংযোজন।”
উবারের সুবিধা
অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোর থেকে উবার অ্যাপ ডাউনলোড করা যায়। চালক অথবা গ্রাহক- দুইভাবে এই অ্যাপ ব্যবহার করা যায়।
উবার চালক হতে হলে ইমেইল ও ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।
কোনো যাত্রী ট্যাক্সির জন্য কোনো উবার চালককে অ্যাপে রিকোয়েস্ট পাঠালে তিনি আসতে বাধ্য থাকবেন। রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর, চালকের নাম ও ফোন নম্বর পেয়ে যাবেন তিনি।
কোনো কারণে চালক যাত্রা বাতিল করতে চাইলে জরিমানা গুণতে হবে। ভাড়া হিসাব করা হবে যাত্রী ওঠার পর থেকে।
যাত্রা শেষে নগদ টাকা বা ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহার করে মেটানো যাবে ভাড়া।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.