
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
ঢাকা: প্রবীণ রাজনীতিবিদ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও চিফ হুইপ আ স ম ফিরোজ।
রোববার পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘‘ সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন গণমানুষের নেতা।’’
দেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুরঞ্জিতের অবদানের কথা উল্লেখ করে স্পিকার বলেন, ‘‘সংবিধানের ওপর তার অগাধ পাণ্ডিত্য তাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তার মৃত্যুতে জাতি এক প্রবীণ রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ানকে হারালো। যা দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।’’
স্পিকার তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তার শোকবার্তায় সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ এক যুক্ত বিবৃতিতে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আজ ভোর ৪টা ২৯ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবাদমেইল২৪.কম/এনএস/এনএস
Posted ৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.