রবিবার ২৬ মার্চ, ২০২৩ | ১২ চৈত্র, ১৪২৯

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি আমিন,সম্পাদক রুহুল

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৪ মার্চ ২০২০ | প্রিন্ট  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি আমিন,সম্পাদক রুহুল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেলের আইনজীবী রুহুল কুদ্দুস।

নির্বাচনে ১৪ পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পেয়েছে সাদা প্যানেল। অপরদিকে, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী ছিলেন। সম্পাদকসহ ৮টি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেল।


বুধ এবং বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতে ভোট গণনা শুরু হয়। ভোটের ফলাফল ঘোষণা করা হয় শুক্রবার সকালে।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭৮১ জন। ভোট দিয়েছেন ৫ হাজার ৯৪০ জন।


এ এম আমিন উদ্দিন সভাপতি পদে পুনঃনির্বাচিত হলেন। তিনি ৩ হাজার ৩৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী নীল প্যানেলের জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট।

সহসভাপতির দুটি পদের মধ্যে একটিতে সাদা প্যানেলের মো. মনিরুজ্জামান এবং অন্যটিতে নীল প্যানেলের মো. আব্দুল জব্বার ভুঁইয়া জয় পেয়েছেন। সম্পাদক পদে নীল প্যানেল থেকে আইনজীবী রুহুল কুদ্দুস জয়ী হয়েছেন। সহ-সম্পাদকের দুই পদে জয় পেয়েছেন সাদা প্যানেলের ইমতিয়াজ ফারুক ও বাকির উদ্দিন ভুঁইয়া। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন নীল প্যানেলের রাগীব রউফ চৌধুরী।


সদস্য পদে সাতটির মধ্যে দুটি পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। তারা হলেন- মো.হুমায়ুন কবির এবং মো. মশিউর রহমান। সদস্য পদে বাকি নির্বাচিত বাকি পাঁচজন নীল প্যানেলের। তারা হলেন- মার-ই-আম খন্দকার, আমিরুল ইসলাম খোকন, মো.মোহাদ্দেস-উল-ইসলাম, মহসিন কবির এবং সাইফ উদ্দিন রতন।

নির্বাচনে ১৪টি পদের বিপরীতে এই নির্বাচনে মোট প্রার্থী হয়েছেছিলেন ৩১ জন।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৭:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত