
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বি-বাড়িয়া জোনের সুনামগঞ্জ ও সিলেট এরিয়া সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে বিজনেস প্লান ২০১৬-১৭’র ৪ মাসের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যত করনীয় শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে।
(১৮ নভেম্বর) শুক্রবার দিনব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ ও সিলেট এরিয়া এবং সমৃদ্ধি কর্মসূচীর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংস্থার উপ-পরিচালক ও অপারেশন প্রধান সরদার সাহিদুল কবীর’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারবী, পদক্ষেপ বি-বাড়িয়া জোনের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ মজিবুল হক, সিলেট এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শামছুল হক।
সরদার সাহিদুল কবীর বক্তব্যে বলেন, ক্ষুদ্র ঋণের পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য ও কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে পথচলা এ প্রতিষ্ঠানটিকে দেশের অনগ্রসরমান জনগোষ্ঠীকে দারিদ্রমুক্ত করতে সমন্বিত উন্নয়ন কৌশল গ্রহন করতে হবে।
জেলা প্রশাসকের বক্তব্যে বলেন, উল্লেখ্য ১৯৮৬ সাল থেকে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ জনপদের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে পদপে মানবিক উন্নয়ন কেন্দ্র নামে এই সামাজিক সংগঠনের বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে কার্যক্রম শুরু হয়।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৮:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.