
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সুনামগঞ্জে আব্দুস সাত্তার (৫৮) নামের বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮টায় সদর উপজেলার দোয়ারাবাজার উপজেলার ধলেরপাড় গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, ধলেরপাড় গ্রামের আব্দুস সাত্তার রাতে প্রাকৃতিক কাজ সারতে বের হন। এই সময় দুষ্কৃতিকারীরা তাকে ধরে নিয়ে গিয়ে গ্রামপাশ্ববর্তী খালের পাড়ে গলা কেটে লাশ ফেলে গেছে বলে পুলিশ ও পরিবারের স্বজনদের ধারণা। সকালে খালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছে। তবে এ ঘটনায় সন্দেহভাজনরা পুলিশের নজরদারিতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.