
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সুনামগঞ্জঃ সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
(২৬ ডিসেম্বর) সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের নূর মোহাম্মদ ও আবুল হোসেনের মধ্যে বিরোধ চলছিল। সকালে তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.