
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশনে এ-সংক্রান্ত একটি আদেশ এসে পৌঁছায়। বুধবার সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ তথ্য জানান। তবে কী কারণে তাদের বরখাস্ত করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি।
সাময়িক বরখাস্ত ফরহাদ চৌধুরী শামীম ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দিনার খান হাসু ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর ফরহাদ ও দিনারের বিরুদ্ধে মামলা রয়েছে। নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেয়া হয়। আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় এ দুজনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘‘আমি এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’’
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.