
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেট: অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করা ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার দুপুরে জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়।
ফেতর আসাদের মধ্যে তিনজন মানসিক ভারসাম্যহীন। তাদের নিয়ে বিপাকে পড়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ফেরত আসা শাহজাহান জানান, ভারতের আদালত তাকে দুই মাসের সাজা দিয়ে করিমগঞ্জের সেন্ট্রাল জেলে পাঠায়। কিন্তু নির্ধরিত সময় শেষেও তাকে অতিরিক্ত দুই বছর বন্দী থাকতে হয়েছে। একই অবস্থা অন্যদেরও। প্রত্যেকেই সাজার মেয়াদের অতিরিক্ত দুই থেকে তিন বছর কারাভোগ করেছেন।
ভারতের শিলচর কেন্দ্রীয় কারাগারে কমপক্ষে আরো ৫০ জন বাংলাদেশি বন্দী রয়েছেন বলে জানান তারা।
জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মোশারফ হোসেন বলেন, “১৭ বাংলাদেশিকে ভারতীয় কর্তৃপক্ষ হস্তান্তর করেছে। তাদের অনেককে কেউ গ্রহণ করতে না আসায় স্বজনদের খবর দেয়া হয়েছে।”
সংবাদেমইল২৪.কম/জেএ/এনএস
Posted ৯:৪১ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.