
সিলেট প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাচ্চু মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার ভোরে বাচ্চু মিয়া সুপারি চুরি করতে গিয়ে ভারতীয় সীমানা অতিক্রমকালে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মুহিউদ্দিন। নিহত বাচ্চু মিয়া (৪০) গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই পশ্চিম কুমিল্লা বস্তি এলাকার আব্দুল গফুরের পুত্র। বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, “এ সময় ভারতীয় খাসিয়ারা তাকে ল করে গুলি ছোড়ে। বাচ্চু মিয়া দৌড়ে বাংলাদেশ সীমানায় এসে পড়েন। পরে তার মৃত্যু হয়।” গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.