
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট’র নতুন সচিব হয়েছেন মোঃ মোস্তফা কামাল আহমদ।
(২৮ নভেম্বর) সোমবার থেকে তিনি সচিব হিসেবে কাজ শুরু করেছেন। তিনি সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
গত ২৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খান সাক্ষরিত এ পত্রে তাকে সচিব হিসেবে পদায়ন করা হয়।
সহযোগী অধ্যপক মো. মোস্তফা কামাল আহমদ এর আগে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকেরও দায়িত্ব পালন করেন।
মোস্তফা কামাল গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ১৯৯৩ সালে বিবিএস ১৪ তম ব্যাচের শিক্ষা ক্যাডারে চাকুরী জীবন শুরু করেন। মৌলভীবাজার সরকারী কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা শেষে ২০০৯ সালে সিলেট শিক্ষাবোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগ দেন।
সংবাদমেইল২৪.কম/ই এ/এনএস
Posted ১২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.