বুধবার ২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২ আশ্বিন, ১৪৩০

সিলেট রুটে নতুন কোচ চেয়ে রেলমন্ত্রীকে অর্থমন্ত্রীর ডিও

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

সিলেট রুটে নতুন কোচ চেয়ে রেলমন্ত্রীকে অর্থমন্ত্রীর ডিও

ঢাকা-সিলেট রুটের ট্রেনে নতুন কোচ সংযোজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রেলওয়ে মন্ত্রণালয়ে ডিও লেটার (আধা-সরকারি চিঠি) দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

গত ১৬ নভেম্বর অর্থমন্ত্রী নিজের মন্ত্রণালয় থেকে রেলমন্ত্রী মুজিবুল হককে এ চিঠি দেন বলে রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


জানা যায়, চিঠিতে অর্থমন্ত্রী ঢাকা-সিলেট রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রাম রুটের উদয়ন এক্সপ্রেসের জন্য নির্দিষ্ট করে ১৫টি কোচ বরাদ্দ চেয়েছেন। পাশাপাশি আখাউড়া-সিলেট রুটকে ডাবল লাইনে রূপান্তরে বিশেষ উদ্যোগ নিতেও অনুরোধ করেন তিনি।

বাংলাদেশ রেলওয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান,রেল মন্ত্রণালয়ে পাঠানো এটি অর্থমন্ত্রীর দ্বিতীয় ডিও লেটার। কয়েকমাস আগে তিনি আরও একটি ডিও লেটার দিয়েছিলেন। সেসময় তিনি ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেসে নতুন কোচ সংযোজনের দাবি করেছিলেন।


ডিও লেটারে বলা হয়েছে, সারাদেশে ডুয়েলগেজ রেললাইন গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। সিলেটের দাবিও ডুয়েলগেজের স্বপক্ষে। এরই অংশ হিসেবে আখাউড়া-সিলেট সেকশনকে ডাবললাইনে রূপান্তরের জন্য বিশেষ উদ্যোগ এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে।

এখন ডিও লেটার বিবেচনার পর রেলমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত হবে বলে জানা গেছে।


সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত