শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪ | ১৯ আশ্বিন, ১৪৩১

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট  

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর তালতলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাব্বীর আহমদ ফয়েজ সকল সদস্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন।


সভায় সর্বসম্মতি ক্রমে শেখ মো. লুৎফুর রহমানকে সভাপতি (সিলেট পোস্ট ২৪ ডটকম), নূরুদ্দীন রাসেলকে সাধারণ সম্পাদক (ডেইলী স্বর্ণালীদিন ডটকম) ও নিজামুল হক লিটনকে কোষাধ্যক্ষ ( লাইভ নিউজ ২১ ডটকম) হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ সভাপতি শাব্বীর আহমদ ফয়েজ (সুরমার ডাক ২৪ ডটকম),সহ সভাপতি সৈয়দ বাপ্পি ( নিউজ মিরর ২৪ ডটকম),সহ সাধারণ সম্পাদক কাইয়ুম উল্লাস ( নিউজ এ্যাকশন ২৪ ডটকম)।


জেলা সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ মোর্শেদ (আলোকিত সময় ডটকম) সিলেট, কাওছার আহমদ টিপু ( পরিবর্তন ডটকম) হবীগঞ্জ, শরীফ আহমদ (নিউজ বাংলাদেশ ডটকম) মৌলভীবাজার ও কুলেন্দ্র শেখর বিশ্বাস ( নিউজ ব্রস্টকাস্টিং সার্ভিস) সুনামগঞ্জ, দফতর সম্পাদক, এম এ রউফ ( সিলেট নিউজ ৭১ ডটকম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনছুর আলী মাছুম (যুগভেরী ডটকম) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আলী (সিলেট পোস্ট ২৪ ডটকম) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালমান আহমদ চৌধুরী (ভোরের পাতা ডটকম) শিক্ষা ও সাহিত্য সম্পাদক জাকিয়া সুলতানা সীমা (সুরমার ডাক ২৪ ডটকম),সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সফাত উল্লাহ (টুডে সিলেট ডটকম), নির্বাহী সদস্য যথাক্রমে এস এম জহুরুল ইসলাম (হলি সিলেট), মো. সাইফুর রহমান (সিলেট ২৪ নিউজ ডটকম), মিঠু দাস জয় (বর্তমান চিত্র ডটকম), আব্দুল আহাদ ( সিলেট সুরমা ডটকম) শাহরিয়ার চৌধুরী সাব্বির (সিলেট পোস্ট ২৪ ডটকম),আজমল আহমদ রুমন (বাংলার আওয়াজ ২৪ ডটকম)।

উপজেলা সাংগঠনিক সম্পাদকরা হলেন, মোঃ নাজমুল ইসলাম (সংবাদমেইল ২৪ ডটকম) কুলাউড়া, শহিদুর রহমান সুহেদ, (সুরমার ডাক ২৪ ডটকম) গোলাপগঞ্জ, জুবেল আহমদ সেকেল (সুরমা নিউজ ২৪  ডটকম) ওসমানীনগর, রজত দাস ভূলন (বালাগঞ্জ নিউজ ২৪ ডটকম) বালাগঞ্জ, জাহাঙ্গির আলম খায়ের ( বিশ্বনাথ ভিউ ডটকম) বিশ্বনাথ, আলী হোসেন (মিলেনিয়াম টিভি) কোম্পানীগঞ্জ, আলা উদ্দিন আলাই ( সুরমার ডাক ২৪ ডটকম) কানাইঘাট, করিম মাহমুদ লিমন (জাফলং ভিউ২৪ ডট কম) গোয়াইনঘাট, মো. শাহ জাহান মিয়া (ড্রিম সিলেট ডট কম) জগন্নাথপুর, রেজাউল করিম রেজা ( ছাতক সুরমার ডাক ২৪ ডটকম) ছাতক।


সংবাদমেইল২৪.কম/জেসি/এএল/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত