
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
হবিগঞ্জ: সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে এসে হবিগঞ্জের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ কার্যকর করতে যাচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
হবিগঞ্জ জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী জানান, গত ২৪ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেও মঙ্গলবার বিষয়টি আদালতের নজরে আসে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি স্থানান্তরের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু জাকারিয়া শুভ, তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাইল নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি গ্রামের পাশে মাটিচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ওই বছরের ৫ এপ্রিল গোয়েন্দা পুলিশ ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযুক্তদের ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আসামি বাচ্চু র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আর পলাতক রয়েছে উস্তার মিয়া, বাবুল মিয়া ও বেলাল।
৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর ১৭ অক্টোবর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যেই ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেয়া হলো।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.