
সংবাদদাতা : | শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সিলেট-তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন(৩৫) ও একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে সিলেট আসছিল প্রাইভেটকারটি। একই সময়ে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারে যাচ্ছিল অটোরিকশা। সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহসদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ২:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.