
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সিলেট জেলা ছাত্রলীগ শাখাকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে ১৭ জানুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের একই দিনে এই নতুন সম্মেলনের তারিখ ঘোষণা করা হল।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা শাখাকে আরো গতিশীল করার লক্ষে আগামী ১৭ জানুয়ারি ২০১৭ ইং মঙ্গলবার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ১৭ জানুয়ারি সিলেট জেলা শাখার সম্মেলনের সকল ধরণের প্রস্তুতি গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.