
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সম্মেলন স্থগিত করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
১৭ জানুয়ারি এই ইউনিটের সম্মেলন আয়োজনের কথা ছিল।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে সম্মেলন সাময়িক স্থগিত রাখার ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন- ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় কোন ইউনিটের সম্মেলন আয়োজন সম্ভব নয়। তাই সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন স্থগিত কর হয়েছে।’।
পরবর্তীতে সম্মেলনের তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানান এ ছাত্রনেতা।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.