
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইফফানকে ছুরিকাঘাতের ঘটনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এ মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার ইউনিভার্সিটির প্রক্টরিয়াল বডির এক সভায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
বহিষ্কৃতরা হচ্ছে- আইন বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র এনামুল ইসলাম, প্রিয়ন্ত চন্দ্র সরকার, ইমরান হোসাইন, বিবিএ চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের সঞ্জিব কর উত্তম, সিএসইর তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ইয়াছির আব্বাস খান ও ইংরেজির চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্র রাকিবুল ইসলাম।
ইউনিভার্সিটির প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজন জানান, ঘটনাস্থলে ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাইয়ের পর তাদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় প্রক্টরিয়াল নীতিমালার ৮এর (খ ও গ) এবং ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাময়িক বহিষ্কার করেছেন। এছাড়া ওই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ২৪ নভেম্বর বিকেল সোয়া ৩টার দিকে ইউনিভার্সিটির প্রবেশদ্বারে ছুরিকাঘাতের শিকার হন সাবেক শিক্ষার্থী আব্দুল কাদির ইফফান।
সংবাদমেইল২৪.কম/ই এ/এনএস
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.